List of Sub Species

Synonim(s)

Vernaculer name(s): Badurphul (Bangla), Bat flower (English)

Details

কন্দ বেলনাকার থেকে অর্ধবেলনাকার। পাতা গোলাপাকৃতিতে সমাকীর্ণ, পত্রফলক আয়তাকৃতি থেকে আয়তাকৃতি-উপবৃত্তাকার, ২০-৬০ × ১০-১৮ সেমি পর্যন্ত, অখন্ড, গোড়া কীলকাকার, শীর্ষ দীর্ঘাগ্র থেকে তীক্ষ্মাগ্র, পত্রবৃন্ত পত্রাবরণসমেত ৩০ সেমি পর্যন্ত লম্বা। পুষ্পমঞ্জরি ১-২টি, প্রতিটি ৪-৬ পুষ্পবিশিষ্ট, ভৌমপুষ্পদন্ড ৭০ সেমি পর্যন্ত লম্বা। মঞ্জরিপত্রাবরণ ৪টি, গাঢ় বেগুনি, বহিস্থঃ ২টি ডিম্বাকৃতি-বল্লমাকার, অন্তস্থঃ ২টি প্রশস্ত ডিম্বাকৃতি, অবৃন্তক। পুষ্পীয় মঞ্জরিপত্র সূত্রাকার, ২৫ সেমি পর্যন্ত লম্বা, সবুজাভ-বেগুনি। পুষ্প সদন্ডক। পুষ্পপুটাংশ ৬টি, দ্বিসারি, বহিস্থঃ ৩টি ডিম্বাকৃতি বা ত্রিকোণাকার, অন্তস্থঃ ৩টি প্রশস্ত, ডিম্বাকার। পুংকেশর ৬টি, প্রতিটি একটি পুষ্পপুটাংশের বিপরীতে বিদ্যমান, গোড়ার অংশ সংযুক্ত। গর্ভপত্র ৩টি, সংযুক্ত, গর্ভাশয় অধোগর্ভ, গর্ভমুন্ড ৩-খন্ডক। ফল বেরি, বেগুনি-বাদামি। বীজ বৃক্কাকার। ফুল ও ফলধারণ: বর্ষব্যাপী, বিশেষত ফেব্রুয়ারি-অক্টোবর।
আবাসস্থল: ছায়াযুক্ত অরণ্য, পানির ধারার পাশে।
ব্যবহার: গ্রন্থিকন্ড জ্বরনিবারক ও বাতরোগের ভেষজ চিকিৎসায় উপকারী।
বিস্তৃতি: হবিগঞ্জ, মৌলভিবাজার, সুনামগঞ্জ এবং সিলেট।
বর্তমান অবস্থা: বিরল।

Rhizome cylindric to subcylindric. Leaves rosulate, leaf-blade oblong to oblong-elliptic, 20-60 × 10-18 cm, entire, base cuneate, apex acuminate to cuspidate, petioles including sheath up to 30 cm long. Inflorescence 1-2, each usually 4-6-flowered, scape up to 70 cm long. Involucral bracts 4, dark purple, outer 2 ovate-lanceolate, inner 2 broadly ovate, sessile. Floral bracts filiform, up to 25 cm long, greenish-purple. Flowers pedicellate. Perianth of 6 tepals, 2-whorled, 3 outer ovate or triangular, 3 inner broad, ovate. Stamens 6, each opposite to a tepal, basal part adnate. Carpels 3, united, ovary inferior, stigma 3-lobed. Fruit a berry, purplish-brown. Seeds reniform. Flowering & fruiting: Throughout the year, mostly February-October.

Ecology: Shady forests areas by the side of streams.

Use: Rhizome is medicinally used as an antipyretic and rheumatism.

Distribution: Habiganj, Maulvibazar, Sunamganj and  Sylhet.

State of occurrence: Rare.

Use

General Uses

  • Medicinal